মো. আব্দুল মান্নান।।বিশ্বসেরা গবেষক ন্যানো বিজ্ঞানী মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ময়মনসিংহের ফুলপুরের কৃতি সন্তান ড. সাইদুর রহমানের বাড়িতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উনার দাদা, দাদী, নানা নানী, মা বাবা, শ্বশুর শ্বাশুড়ি ও আত্মীয় স্বজনের মধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদের রূহের মাগফিরাত কামনায় ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে তার আত্মীয় স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। শুভাকাঙ্ক্ষীদের অংশ গ্রহণে অনুষ্ঠানস্থল যেন মিলনমেলায় পরিণত হয়। জানা যায়, দীর্ঘ এক বছর পর ৪ নভেম্বর তিনি দেশে আসেন। এরপর ৬ নভেম্বর তিনি তার গ্রামের বাড়ি উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চরনিয়ামতে যান। ড. সাইদুর রহমান গ্রামে আসছেন শুনে এলাকার অসহায় দরিদ্র মানুষেরা তার সাথে সাক্ষাৎ করে ছুটে আসেন। এছাড়া তিনি নিজেও স্থানীয় ময়মুরুব্বি, বন্ধু বান্ধব ও নানা শ্রেণি পেশার মানুষ তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ উপলক্ষে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। জানা যায়, তিনি একমাস দেশে অবস্থান করবেন। এ উপলক্ষে ইতোমধ্যে তিনি নানা কর্মসূচি হাতে নিয়েছেন। কর্মসূচির মধ্যে রয়েছে, এলাকার হত দরিদ্র মানুষের মাঝে সাহায্য বিতরণ, আত্মীয় স্বজন, মুরুব্বি ও বন্ধুদের সাথে সৌজন্য সাক্ষাৎ, বিভিন্ন স্কুল কলেজ মাদরাসা ও ইউনিভার্সিটি পরিদর্শন ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোটিভেশনাল ক্লাস নেওয়াসহ নানা কর্মসূচি। এরই অংশ হিসেবে এলাকার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উনার খালু বগুড়া জজ কোর্টের উকিল এড. আব্দুর রাজ্জাক, ক্লাসমেট আজহারুল হক, চরনিয়ামত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসকান্দর হোসেন, মোফাজ্জল হোসেন, দৈনিক যুগান্তর পত্রিকার ফুলপুর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নাজিম উদ্দিন, দৈনিক সবুজ পত্রিকার ফুলপুর প্রতিনিধি এটিএম রবিউল করিম রবি, বাংলাদেশ প্রতিদিনের ফুলপুর প্রতিনিধি এম এ মান্নান, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার ফুলপুর প্রতিনিধি সেলিম রানা, দেশবাংলা খবরের ফুলপুর প্রতিনিধি বাহার উদ্দিন, সাংবাদিক নূর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এক প্রশ্নের উত্তরে ড. সাইদুর রহমানের ছোট ভাই রুবেল জানান, এ উপলক্ষে একটি ষাড় গরু কেনা হয়েছে। আজ (সোমবার) প্রায় ৬শ মানুষকে আপ্যায়ন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবারও আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গার আমন্ত্রিত এক হাজার মানুষের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। ড. সাইদুর রহমান বলেন, এক মাসের ছুটিতে দেশে এসেছি। এ উপলক্ষে মা বাবাকে সময় দিব। এছাড়া বিভিন্ন জায়গায় যে প্রোগ্রাম দেওয়া হয়েছে এগুলো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি এজন্য সকলের দোয়া কামনা করছি।