মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি
গত ১৫ সেপ্টেম্বর বিরল থানাধীন ৭নং বিজোড়া ইউনিয়নের অন্তর্গত দোগাছী বাবুদিঘী গ্রামস্থ মাজেদা ক্লিনিক এর অনুমান ৫০গজ সামনে পাকা রাস্তায় ডাকাতির ঘটনায় শনিবার ৩ জনকে আটক ও ডাকাতি হওয়া ১ টি মোটরসাইকেল ও ১টি মোবাইল সেট উদ্ধার করেছে বিরল থানা পুলিশ। বোববার সকালে প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের তথ্য প্রদান করেন বিরল থানা (ভার:) অফিসার ইনচার্জ আব্দুস ছবুর।।
অভিযানে ডাকাতির সহিত জড়িত গ্রেফতারকৃত আসামী ১। মোঃ শহিদুল ইসলাম শহিদ (২৫), পিতা- মোস্তফা কামাল, সাং- রামনগর মামুনের মোড়, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুর। ২। মোঃ শাহিন (২০), পিতা- মোঃ আশরাফুল ইসলাম, সাং- উত্তর বহলা, থানা- বিরল, জেলা- দিনাজপুর। ৩। মোঃ তুহিন (২৫), পিতা- আঃ সাত্তার, সাং- সদরপুর ডাঙ্গাপাড়া, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুর।