মাসুদ রানা,(টাঙ্গাইল)প্রতিধিনিঃ টাঙ্গাইলের বাসাইলে বাসাইল ডিগ্রী কলেজে (১৯মে) সকালে আনুষ্ঠানিক ভাবে শুরু হলো এ্যাসেম্বলী ক্লাস। এ সময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি কাজী অলিদ ইসলাম, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য খালেকুজ্জামান খান লাভু, বাসাইল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেনসহ অধ্যাপকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন বলেন,জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক করা হয়েছে তারই ধারাবাহিকতায় আজ থেকে তার উদ্বোধন করা হলো।আজ থেকে প্রতিদিন চলবে।