মাসুদ রানা, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব এমদাদ আলী খানের ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাসাইল ডিগ্রি কলেজে স্মরণ সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহষ্পতিবার (৭ এপ্রিল) কলেজ ক্যাম্পাসে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাসাইল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলাmপরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিয়ান নূরেন, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা রহিম আহমেদ, আলহাজ্ব এমদাদ আলী খানের পুত্র খালেকুজ্জামান খান লাবু, টাঙ্গাইল জেলা রোভারের কমিশনার জামাল হোসেন, বাসাইল ডিগ্রি কলেজের সাবেক ভিপি এনামুল করিম অটল, উপজেলা কৃষক শ্রমিকলীগের সভাপতি রাহাত হাসান খান টিপু, বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, বাসাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান, টাঙ্গাইলের বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।