মাসুদ রানা,টাঙ্গাইল,প্রতিনিধিঃ সদ্য ঘোষিত টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) বিকেলে দলীয় কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল করিম অটলের সভাপতিত্বে পৌর বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান তুহিন এর সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির ভাইচ চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির আহবায়ক এ্যাড.আহম্মেদ আযম খান,আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হায়াত নূর নবী (নবু) পৌর বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন আল জাহাঙ্গীর,সোহবার হোসেন,হাসেম মেম্বার,চান মিয়া ওহিদুল ইসলাম,রাশেদা সুলতানা রুবি,বাবুল আহমেদ,পৌর বিএনপির যুগ্মম আহবায়ক আধ্যাপক আব্দুল ওয়াদুদ,আশরাফুল ইসলাম,শাহিন ভূইয়া,বাবুল আহমেদ,শফিকুল ইসলাম লুটাস,আজিজুর রহমান ককিল প্রমুখ। পরিচিতি অনুষ্ঠান শেষে সাংগঠনিক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে উপজেলার সকল ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল করিম অটল।