মাসুদ রানা,টাঙ্গাইল প্রতিনিধি।। টাঙ্গাইলের বাসাইলে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে উপজেলা যুব উন্নয়নের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গজনবী খানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব ফরিদা ইয়াসমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রমুখ।