মাসুদ রানা,টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।
শনিবার (১২ মার্চ) বাসাইল প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং বাসাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায়
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউজ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মির্জা রাজিক, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস্য মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম তালহা, বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি আবুল কাশেম, সাবেক সম্পাদক এমকে ভূইয়া সোহেল, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মির্জা রাজিক বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা সমাজ ও দেশের জন্য নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন। এসময় তিনি সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউজ বলেন – আগামী জাতীয় নির্বাচনে প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিজয় ছিনিয়ে আনতে এবং তৃণমুল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে আমাদেরকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা আমরা যথাযত ভাবে পালন করবো ইনশাল্লাহ। তিনি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন। এ সময় বাসাইল প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সকল সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।