মাসুদ রানা, টাঙ্গাইল প্রতিনিধি: দেশের মানুষের আমিষের চাহিদা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের বাসাইল উপজেলার প্রান্তিক মৎস্যচাষীদের মাঝে বিনামূল্যে (মাছের খাদ্য) মৎস উপকরণ বিতরণ করা হয়। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি-২) এর আওতায় বুধবার (১৩ এপ্রিল) উপজেলার ৬টি ইউনিয়নের ১৪ জন মৎস্য চাষীদের মাঝে বিনা মুল্যে ৩০০০ কেজি মাছের খাদ্য, সার,চুন ও খৈল বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত মৎস্য উপকরন বিতরন অনুষ্ঠানে জেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন,জেলা মৎস দপ্তরের সহকারি পরিচালক মাহবুব হোসাইন,উপজেলা মৎস কর্মকর্তা সৌরভ কুমার দে,সখিপুর উপজেলা মৎস কর্মকর্তা সমীরণ কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আল মামুন, ফুলকি ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আলম বিজু, কাউলজানি ইউনিয়নের চেয়ারম্যান আতাউল গনি হাবিব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহানুর রহমান সোহেল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্রসহকারীদ্বয়, কর্মচারী, মৎস্যচাষি ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।