মাসুদ রানা বাসাইল,টাঙ্গাইল।। টাঙ্গাইলের বাসাইলে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় হারাধন মন্ডল(৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার(১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাসাইল-ভাতকুড়া সড়কের ছাপড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারাধন মন্ডল উপজেলার ভাটপাড়া এলাকার খিরত মন্ডলের ছেলে। তিনি টাঙ্গাইল উকিলের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাসাইল-ভাতকুড়া সড়কের ছাপড়া ব্রিজ এলাকায় পারাপার হওয়ার সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হারাধনের পাঁচ মাসের এক কন্যা সন্তান রয়েছে।
নিহতের স্ত্রী লাভনী বলেন,আমার মেয়ে কারে বাবা বলে ডাকবোরে। এই বলে কান্নায় ভেঙ্গে পড়ছেন হারাধনের স্ত্রী লাভনী।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান,দুর্ঘটনার বিষয়টি জানাতে পেরেছি।এখনো কোনো অভিযোগ পাইনি।অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।পুলিশ নিহতের বাড়িতে যাচ্ছে।