টাঙ্গাইল প্রতিধিনিঃ টাঙ্গাইলের বাসাইলে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস । নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে জাতীয়ভাবে উদযাপন করা হচ্ছে। বাসাইলে দিনটিকে ঘিরে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটিকে উদযাপন করা হয়। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পা অর্পণ করেন টাঙ্গাইল জেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাসাইল -সখিপুরের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এ্যাড.জোহেরুল ইসলাম ভিপি জোহের। পরে দলীয় কার্যালয়ে বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাসাইল -সখিপুরের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এ্যাড.জোহেরুল ইসলাম ভিপি জোহের, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক,জেলা আওয়ামী লীগের সদস্য একে আজাদ খানশুর, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম তালহাসহ প্রমুখ। আলোচনা শেষে দোয়া ও কেক কাটা হয়।