টাঙ্গাইল প্রতিধিনিঃ টাঙ্গাইলের বাসাইলে ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (২২মার্চ) সকালে বাসাইল উপজেলা হল রুমে আয়োজিত ইসলামিক ফাউণ্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামের প্রচার প্রসারে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান অবদান শীর্ষক আলোচনা সভা আয়োজন করার হয়। বাসাইল উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাসাইল- সখিপুরের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধ এ্যাডঃ জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ , বাসাইল উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক মোঃ মির্জা রাজিক, জেলা আওয়ামীলীগের সদস্য একে আজাদ খানশুর, বাসাইল থানার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, বাসাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, বাসাইল রিপোর্টাস ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ ইব্রাহিম খলিল।