গোলাম মোস্তফা ফুলপুর প্রতিনিধি।।ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন,কাইচাপুর সিনিয়র আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি,সোহেল আকন্দ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষনা করে পুরোদমে নির্বাচনী গণসংযোগ ও প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন তিনি।তার এই নির্বাচনী প্রচারণায় ইউনিয়নবাসীর মধ্যে ব্যাপক ভাবে সাড়া ফেলেছে।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি নিজ ইউনিয়নের সকল পাড়া মহল্লায় ভোটারদের সাথে কূশলবিনিময় করছেন।দিনরাত ভোটারদের কাছে গিয়ে উন্নয়ন মূলক বিভিন্ন প্রশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করতে পরিশ্রম করে যাচ্ছেন৷
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পাড়া-মহল্লায় সকল শ্রেণী মানুষের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভার মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন এবং জনকল্যাণ মূলক কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন।এ ছাড়াও তিনি মসজিদ,মন্দির অনুদান, রাস্তা-ঘাট সংস্কার সহ বিভিন্ন সমাজসেবক মূলক কাজে নিয়মিত অংশগ্রহণ করে যাচ্ছেন।
সোহেল আকন্দ জানান ইউনিয়নবাসীর অনুরোধে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য মনোনয়ন পত্র দাখিল করলাম।আমার উপরে এই ইউনিয়নের মানুষের আস্থা আছে।কারণ আমি দীর্ঘ দিন এই ইউনিয়নের মানুষের বিপদে-আপদে পাশে ছিলাম৷তাই আমি জনগণের প্রার্থী হয়ে এবার নির্বাচনে অংশ করছি আমি আশাবাদী সংশ্লিষ্ট ইউনিয়নের ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।