সঞ্জয় ব্যানার্জী, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর বাউফল উপজেলার ১০নম্বর কালাইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদন্দীতায় চতুর্থবার নির্বাচিত চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ মনির হোসেন মোল্লা ও নির্বাচিত ইউপি সদস্য এবং সদস্যাদের এক জাঁকজমকর্পূণ অনুষ্ঠানের মধ্য দিয়ে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার কালাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ মাঠে এ গণ সংবর্ধনা দেওয়া হয়।
কালাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মো. মোসারেফ হোসেন খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন সাবেক চিফ হুইপ আলহাজ্ব আ.স.ম ফিরোজ এমপি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. সামসুল আলম মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক আনিচুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও নওমালা ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বিশ্বাস, উচ্চ আদালতের আইনজীবী মো: শাহবাজ হোসেন মিল্টন, বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদের সাধারন সম্পাদক মো. জাফর মোল্লা, চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান এনামুল হক আলকাছ মোল্লা, কালাইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: কবিরুজ্জামান প্রমুখ। সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।