1. admin@dainikamaderphulpur.com : admin :
  2. chiran777@gmail.com : selim rana : selim rana
  3. info.popularhostbd@gmail.com : phulpur :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের গুরু ঘাসীদাস বিশ্ববিদ্যালয়ে মোটিভেশনাল ক্লাস নিলেন বিশ্বসেরা গবেষক ফুলপুরের ড. সাইদুর রহমান ভারতের গুরু ঘাসীদাস বিশ্ববিদ্যালয়ে মোটিভেশনাল ক্লাস নিলেন বিশ্বসেরা গবেষক ফুলপুরের ড. সাইদুর রহমান  গছানী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-এর ৭ম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত সোহাগ মেম্বারের নেতৃত্বে শতবর্ষী রাস্তা বন্ধ করে ফসলি জমির ওপর দিয়ে নতুন রাস্তা নির্মাণ, হামলা ও বসতঘর ভাঙচুর, আহত সাংবাদিকরাও! ময়মনসিংহে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ কর্তৃক মৃত্যু দাবীর চেক হস্তান্তর ঘোড়াঘাটে প্রকাশ্য দিনের বেলায় ব্যাংক থেকে ৪ লাখ টাকা চুরি ২ চোরকে পুলিশে সোপর্দ ঘোড়াঘাটে ভ্যান চালক মেহেদুল হত্যা দেড় মাস পর গ্রেপ্তার ২ বরিশাল জেলার উজিরপুর উপজেলা শিল্পকলা একাডেমি’র শূভ উদ্বোধন ময়মনসিংহে””দৈনিক আমাদের ফুলপুর” অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক হংকং প্রবাসী সাজেদা সিফাত কে সংবর্ধনা দিনাজপুরগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে প্রসূতি মহিলার একটি ছেলে সন্তান প্রসব

বওলা বি এস এফ কার্যকরি প্রতিষ্ঠাতা পরিষদ নির্মিত ২০২২

Reporter Name

রবিউল হক বাবু।। ফুলপুরে বওলায় বওলা স্বেচ্ছাসেবক সমাজ সংগঠন ফাউন্ডেশন এ-র নবনির্মিত দলমত নির্বিশেষে উপদেষ্টা মন্ডলী সম্মানিত সদস্য, ও সাধারণ সদস্য নব গঠিত তালিকা প্রকাশিত করা হয়েছে। সাফল্য ও গৌরবের ১২ বছর ১৩ বছরের পদার্পণ বওলা স্বেচ্ছাসেবক সমাজ সংগঠন ফাউন্ডেশন( BSF 2009).

উক্ত কমিটিতে যিনারা রয়েছেন তাদেরকে নিজ ফেইসবুক স্ট্যাটাসে আজ সকাল ১১ ঘটিকায় প্রকাশ করেন করোনা বীর রবিউল হক বাবু সরকার। আইন প্রশাসনিক সহযোগিতা উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য চলমান-চিত্রে ধারাবাহিকঃ- প্রকাশিত উপজেলা নির্বাহি অফিসার জনাব শীতেষ চন্দ্র সরকার , উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল করিম রাসেল, থানা ইনচার্জ জনাব আব্দুল্লাহ আল মামুন সাহেব সহ অন্যন্যা কর্মকর্তা অফিসারবৃন্দ, উপজেলা শাখার আনসার ভিডিপির উর্ধতন কর্মকর্তাবৃন্দ সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভাগ কতৃপক্ষ সহ ১০ নং বওলা ইউনিয়ন পরিষদ স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবায় নিয়োজিত কর্মকর্তা অফিসারবৃন্দ।

প্রতিষ্ঠাতা পরিষদঃ— প্রাক্তন (ক) মৃতঃ- মিরাজ আলী সরকার, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বার ১২ নং বওলা ইউনিয়ন পরিষদ। (খ) প্রতিষ্ঠাতা সভাপতি (বর্তমান) আবদুল মালেক সরকার, ইউ পি দলনেতা আনসার ভিডিপি ১০ নং বওলা ইউনিয়ন।

নবনির্মিত পরিচালনায় বর্তমান সভাপতিঃ- রবিউল হক বাবু
বওলা স্বেচ্ছাসেবক সমাজ সংগঠন ফাউন্ডেশন, BSF, ফুলপুর, ময়মনসিংহ। সহ সভাপতিঃ- আশরাফুল ইসলাম,সাধারণ সম্পাদকঃ- মামুনুর রশীদ মামুন,সহ সাধারণ সম্পাদকঃ- মাওলানা আওলাদ হোসেন, কোষাধক্ষ্যঃ- আকিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদকঃ- মাহফুজ ইবনে রহমান (দিপু) সরকার, দপ্তর সম্পাদকঃ- শরীফ উল হক, প্রচার সম্পাদকঃ- মোতালেব হোসেন আগুন (সাংবাদিক /টিবি চ্যানেল)! ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদকঃ- ফজলুর রহমান ফকির। ক্রীড়া সম্পাদকঃ- সায়েদুর রহমান ফকির,রোমন সরকার, আতাউর রহমান ফকির, মাসুদ সরকার( একেক কেটাগড়ি)! সাংস্কৃতিক সম্পাদকঃ- দেলোয়ার হোসেন (উজ্জ্বল) সরকার,রেজাউল ভান্ডারী শিল্পকলা একাডেমী ফুলপুর বওলা শাখা! ধর্ম সম্পাদকঃ-শফিকুল ইসলাম।

কার্যকারিতা সদস্য— ৩৩ সাধারণ সদস্য— ১০০০ প্লাস..
প্রাক্তন দাতা সদস্যঃ– মরহুম এডভোকেট আবুল ফজল তালুকদার, মরহুম বীর মুক্তিযোদ্ধা আবদুল হেলিম তালুকদার, মরহুম আহম্মদ আলী সরকার, মরহুম জয়নাল মাস্টার, মরহুম কাজী আবদুল গণি পোস্ট মাস্টার, মরহুম আব্দুর রশিদ সরকার মাস্টার, মরহুম আব্দুল হামিদ খান মাস্টার, মরহুম আবুল কাশেম তালুকদার, মরহুম খালেক সরকার, মরহুম আব্দুর রাশিদ খান,মরহুম আজিজুল মেম্বার সহ সাবেক চেয়ারম্যান এডভোকেট হারুন অর রশীদ, আব্দুর রহমান সরকার, ডাঃ হাবিবুর রহমান হাবিব সরকা প্রমুখ।

এছাড়াও রয়েছে নবনির্মিত উপদেষ্টামন্ডলী সম্মানিত দাতা সদস্যঃ ১) বর্তমান চেয়ারম্যান মোঃ মাহবুব আলম ডালিম তালুকদার ২) আকলিমা আক্তার ১নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা আসনের ইউ পি সদস্য। ৩)মোছাম্মদ শাহানাজ পারভীন ২ নং ওয়ার্ড সংরক্ষিত আসনের ইউ পি সদস্য।৪)রুপালি বেগম ৩ নং ওয়ার্ড সংরক্ষিত আসনের ইউ পি সদস্য। ৫) মোঃ জহিরুল ইসলাম রানা ১ নং ওয়ার্ড সাধারন আসনের ইউপি সদস্য। ৬)কাজী মহিউদ্দিন ২ নং ওয়ার্ড সাধারন আসনের ইউ পি সদস্য। ৭) মোঃ জহিরুল জামান খান মুন্না ৩নং ওয়ার্ড সাধারন আসনের সদস্য। ৮)দেলোয়ার হোসেন সাধারন আসনের ইউ পি সদস্য। ৯)আজিজুল হক ৫ নং ওয়ার্ড সাধারন আসনের ইউ পি সদস্য। ১০)মোহাম্মদ বাছির খান ৬ নং ওয়ার্ড সাধারন আসনের ইউ পি সদস্য। ১১) হুমায়ুন কবির খান ৭ নং ওয়ার্ড সাধারণ আসনের ইউ পি সদস্য। ১২) জুয়েল মিয়া ৮ নং ওয়ার্ড সাধারণ আসনের ইউ পি সদস্য। ১৩) মোহাম্মদ ইসলাম খান ৯ নং ওয়ার্ড সাধারণ আসনের ইউ পি সদস্য।

কাকতালীয় ব্যাপার হলেও এটাই সত্যি! সাফল্য ও গৌরবের ১২ বছর ১৩ বছরের পদার্পণ বওলা স্বেচ্ছাসেবক সমাজ সংগঠন ফাউন্ডেশন( BSF 2009)! গল্পের শুরুটা স্বেচ্ছায় স্বেচ্ছাসেবী কাজ দিয়ে জীবনের শুরু। ছাত্র জীবনে হাই হ্যালোর মধ্যে সীমাবদ্ধ থাকা পরিচয়টা প্রফেশনাল পর্যায়ে স্বেচ্ছাসেবী কাজ জীবনে এসে ধীরে ধীরে আরো বাড়তে থাকা আবারও BSF ৫ বছরের জন্য বওলা ইউনিয়ন বওলা স্বেচ্ছাসেবক সমাজ সংগঠন ফাউন্ডেশন এ-র কার্যকরী পদক্ষেপে দায়িত্ব নিয়ে একে অপরের অনেক ভালো বন্ধু হওয়ার মাত্র প্রচেষ্টা।

লাইফে মাঝে মাঝে প্যারা নিতে হবে। প্যারা পার হইলেই গ্রোথ আসবে। কাউকে জোর করে ধরে রাখতে নেই…! জোর করে কাউকে ধরে রাখলে তার কাছে ছোট হয়ে থাকতে হয়…! যে চলে যেতে চায়, তাকে সামনে এগিয়ে দিয়ে আসা উচিত !! যে থাকার সে এমনিতেই থাকবে, জোর করে ধরে রাখতে হবে না…। আর যে থাকার না, তাকে জোর করে ধরে রাখলেও সে একদিন চলে যাবে…। মানুষের ধর্ম এটাই…। মুলত মানুষ ধরে রাখার বিষয় না… মানুষকে মুক্ত করে রাখতে হয় !! মানুষ সুযোগ পেয়ে যে চলে যায় সে আপনার কাছে সুযোগের জন্যই এসেছিলো। আর যে হাজারটা সুযোগ পেয়েও থেকে যায়, সে কখনো আপনার কাছে সুযোগের জন্য আসেনি। বরং সব সময় আপনার সাথেই থাকতে এসেছে..তাকেই রেখে দিলাম বওলা ইউনিয়ন বওলা স্বেচ্ছাসেবক সমাজ সংগঠন ফাউন্ডেশন (বি এস এফ)!

পরিবর্তনই একমাত্র ধ্রুবক। সবাইকে বুঝার ক্ষমতা যেমন আপনার নেই, তেমনি আপনাকেও বুঝার ক্ষমতা সবার থাকবেনা। প্রত্যেক মানুষের কাছে আপনি ভিন্ন ভিন্ন চরিত্রের অধিকারী !! আমাদের ঘুম ভাঙ্গে ফেইসবুক দিয়ে আবার আমরা ঘুমাইতে যাই ফেইসবুক স্ক্রিল করতে করতে। এছাড়া খেলা, মুভি, নাটক, ভাইরাল, নিউ ট্রেন্ড, এই এপেন ঐ ওপেন তো থাকবেই। সেই ধারাবাহিক উপন্যাসের চিত্ররূপ সংস্করণে পূর্বপ্রকাশিত লেখা লেখি বাস্তব অগ্রগতিতে আবারও নতুনভাবে আবিষ্কারে জৈবশক্তি দায়িত্বে বওলা ইউনিয়ন বওলা বি এস এফ সংগঠন ফাউন্ডেশন গঠিত হয়েছে।

পরিশেষে সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY Raytahost