জাহিদ হাসান,স্টাফ রিপোর্টার। চলুন শুরুতেই জেনে নেওয়া যাক ফেসবুক প্রফেশনাল মোড আসলে কি? খুব সহজে বলতে গেলে আপনার ফেসবুক প্রোফাইল যদি ফেসবুক পেজ এর মত দেখতে হয় সেটাই হবে ফেসবুক প্রফেশনাল মোড । এবার নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন ফেসবুক প্রফেশনাল মোড এর সুবিধা কি ? ডিফল্ট সেটিং এ আপনাকে পাবলিক অর্থাৎ যেকোন ফেসবুক ব্যবহারকারী ফলো করতে পারবেন। এছাড়াও আপনার পাবলিক কনটেন্ট সকল ফেসবুক ব্যবহারকারী দেখতে পারবেন। আপনি যদি চান আপনার পোস্ট বা কনটেন্ট ফেসবুক ব্যবহারকারীর সকলকে দেখাবেন না, সেক্ষেত্রে আপনি চাইলে পোষ্টের প্রাইভেসী করতে পারবেন। প্রোফাইলের প্রফেশনাল মোড চালু করলে যেসব প্রফেশনাল ফিচার পাবেন সেগুলো হলোঃ ১. প্রফেশনাল ড্যাশবোর্ড: যেখান থেকে আপনি দেখতে পারবেন ফেইসবুক ব্যবহারকারীর কাছে আপনার করা পোষ্ট কিরকম রিচ হচ্ছে, পোষ্টের এনগেজমেন্ট কিরকম ইত্যাদি বিষয়। ২. ইনভাইট: আপনার ফলোয়ারগণ আপনার প্রোফাইলকে অন্যদের কাছে ইনভাইট এর মাধ্যমে আপনার প্রোফাইল ফলো দিতে সাহায্য করতে পারবে। এছাড়াও পোষ্ট কম্পোজার, ক্রিয়েটর সাপোর্ট অর্থাৎ ফেসবুক সার্পোট থেকে অর্থ আয় করতে পারবেন, রিকমেন্ডেশন ইত্যাদি। ফেসবুক প্রোফাইলের জন্য প্রফেশনাল মোড সবচেয়ে বড় সুবিধা হলো মনিটাইজেশন সুযোগ। অর্থাৎ আপনার প্রোফাইলে করা পোস্ট কনটেন্ট মনিটাইজ করতে পারবেন প্রফেশনাল মোড চালু থাকলে। এবার শিখে নেওয়া যাক কিভাবে আপনি প্রফেশনাল মোড চালু করতে পারবেন। প্রথমেই ফেসবুক অ্যাপ অথবা ল্যাপটপ, ডেক্সটপ এর মাধ্যমে ওয়েবসাইট থেকে আপনার প্রোফাইলে প্রবেশ করুন। তারপর আপনি থ্রি-লাইন(মেন্যু) আইকনে ক্লিক করুন। একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন Turn on professional mode অপশনটি সিলেক্ট করুন। এবার কিছু ধাপ অনুসরণের মাধ্যমে আপনার ফেসবুক ড্যাশবোর্ড পরিবর্তন হয়ে প্রফেশনাল মোডে পরিণত হয়ে যাবে। এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন https://www.facebook.com/business/help/2680340558863560