নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ মোছাঃ হেলেনা বেগম (৫৪) এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক হেলেনা বেগম দিনাজপুর জেলার, হাকিমপুর উপজেলার, বাসুদেবপুর, মাঠপাড়া গ্রামের খোরশেদ আলম এর স্ত্রী।
পুলিশ সূত্রে জানায়,আজ শুক্রবার,দুপুর আনুমানিক ১২:৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার একটি টহল টিম ফুলবাড়ী থানাধীন ২য় ধরলা ব্রিজ চেকপোস্ট হতে যাত্রীবেশে থাকা মোছাঃ হেলেনা বেগমকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা নিয়ে যাওয়ার সময় সাথে থাকা বাজার ব্যাগ থেকে কিছু পুরান কাপড় ও গাঁজা উদ্ধার করে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ রাজিব কুমার রায় বলেন,আসামির বিরুদ্ধে ফুলবাড়ি সহ বিভিন্ন থানায় মোট:৭টি মাদক মামলা রয়েছে।আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।