ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে আজ (২৫ডিসেম্বর)বুধবার ফুলপুর সাহিত্য পরিষদের আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা ভাষা ও সাহিত্য এর উপর কুইজ প্রতিযোগিতা এমবিশন রেসিডেন্সিয়াল মডেল স্কুলে অনুষ্ঠিত হয়েছে। এসময় অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ। ৭৫ নম্বরের কুইজে অংশগ্রহণ করেছে আনিকা, আনিশা, নৌশিন, জারিন, ফাহমিদা, মান্যতা, অপি, নেহা, ইফতি, মেহজাবিন, মাহি, আশা, সামিয়া, লামিয়া, জান্নাত, আলফি, রাবিতা, আফিফা, রাদিয়া, মনিষা, মাবিয়া, সিনথিয়া, অন্ত চক্রবর্তী, স্নিগ্ধ চক্রবর্তী, আকিব হাসান, লামিয়া, অরিন, অথৈ, সিয়াম, প্রত্যয়, সাকিব, সাদমান নাফিস ও রাযীন। সার্বিক তত্ত্বাবধানে দিলেন ফুলপুর সাহিত্য পরিষদের সভাপতি জনাব মোহাম্মদ আকবর আলী আহসান, সমাজকল্যাণ সম্পাদক কবি এসএম বিল্লাল, মিহলা বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার, ক্রীড়া সম্পাদক আমিনুল হক সদস্য টুম্পা চক্রবর্তী ও আব্দুস সালাম, রূপসী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শাহজাহান কবির, ফুলপুর আইডিয়াল কলেজের প্রভাষক তৌফিকুল ইসলাম, ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামাল হোসেন।বিজয়ীদের আগামী ৩ জানুয়ারি পুরস্কার বিতরণ করা হবে।