ফুলপুর রয়েল মিডিয়া স্কুলে ভর্তি চলছে,ভর্তি চলছে
নিজেস্ব প্রতিবেদকঃ”এসো নিজেকে প্রস্তুত করি,
সুন্দর আগামীর জন্য” এই প্রতিভাকে সামনে রেখে ময়মনসিংহের প্রাণ প্রিয় ফুলের শহর ফুলপুর উপজেলার পৌর আমুয়াকান্দা, পয়ারী রোড, আপেল বিল্ডিং এ “ফুলপুর রয়েল মিডিয়া” নামক একটি শিশু বান্ধব ও সৃজনশীল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে।
এই প্রতিষ্ঠানে ২০২২ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে ৯ম শ্রেণিতে ছাত্র/ছাত্রী ভর্তি চলছে।
প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহঃ
★আধুনিক, রুচিশীল, পরিচ্ছন্ন ও নান্দনিক ক্যাম্পাস।
★শিশুদের জন্য নিরাপদ ও নিরিবিলি পরিবেশ।
★শিশু বান্ধব মাল্টিমিডিয়া ক্লাস রুম।
★ধর্মীয় শিক্ষা ব্যবস্থা।
★মাতৃসূলভ আচরণে উপকরণের সাহায্যে পাঠদান।
★প্রতি শাখায় সর্বোচ্চ ২০জন।
★সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ও বিদ্যুৎতের ব্যবস্থা ।
★ অভিভাবকদের জন্য ওয়েটিং রুম ও দৈনিক, সাপ্তাহিক পত্রিকা পড়ার সু-ব্যবস্থা।
★শিশুদের শিক্ষায়,জ্ঞানার্জনে, প্রতিভা বিকাশ, মেধার সমন্বিত উৎকর্ষ সাধন, ইতিবাচক, গুনগত, প্রযুক্তি নির্ভর ও বাস্তবমুখী শিক্ষা সেবায় প্রতিষ্ঠিত ফুলপুর রয়েল মিডিয়া স্কুল পথ চলা।
প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ
মোঃ কামাল মাহমুদ
প্রাক্তন প্রিন্সিপাল এমবিশন রেসিডেন্সিয়াল স্কুল। মোবাইলঃ০১৭১২৯১১০৩৮
সকল মানুষের সহযোগিতা কামনা করছি।