বাহার উদ্দিন, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে সোশ্যাল মিডিয়ায় বৃহৎ গ্রুপ ফুলপুর পরিবার।গত বছর ২টাকায় ইফতার বিতরণ কার্যক্রম শুরু করে ছিল ফুলপুরের সেচ্ছাসেবী সোশ্যাল মিডিয়ায় ফেসবুক গ্রুপ ফুলপুর পরিবার।গরিব, দুঃখী , অনাথ অনাহারি, পথচারী সুবিধাবঞ্চিত মানুষের কথা ভেবে ফুলপুর পরিবার গ্রুপের উদ্যোগে( আজ ১২ মার্চ)পহেলা রমজান বিগত বছরের ন্যায় ফুলপুরের স্বনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী আতিক মটরস্ এর সৌজন্যে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
ইফতার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার।
এসসময় আরও উপস্থিত ছিলেন ফুলপুর পরিবার গ্রুপের এডমিন প্যানেলের সেচ্ছাসেবী গ্রুপের সদস্যদের মধ্যে তৌকির আহমেদ পান্না, রিয়াজুল ইসলাম,ইহ্তেশাম মুসাদ্দিক ক্বিয়াস,জাহিদুল হক জুমন,নাসিম অন্তর,মিজানুর রহমান রানা, রাকিব তালুকদার প্রমুখ।
ফুলপুর পরিবারের এডমিন প্যানেলের সদস্যরা বলেন মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম চলমান থাকবে। এই ধরনের মহতী উদ্যোগ গ্রহন করায় ফুলপুর পরিবার গ্রুপকে ধন্যবাদ জ্ঞাপন করেন সর্ব মহলের সুশীল সমাজ।