মফিদুল ইসলাম (ফুলপুর প্রতিনিধি)
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেন স্কুলের সংগঠন ফুলপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন। প্রতি বছরের মতো ২০২৩ শিক্ষাবর্ষের ডিসেম্বর মাসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা অত্র এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আজ ১১ মার্চ সোমবার ফুলপুর উপজেলা হলরুমে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম। তিনি শুভেচ্ছা বক্তব্যে বলেন, এখানে উপস্থিত অভিভাবকদের মধ্যে মায়ের সংখ্যা বেশি। একজন সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে মায়ের অবদান রয়েছে। যার কারনে তিনি প্রত্যেক মা’দের দায়িত্বশীল ভুমিকা পালনের তাগিদ দেন। প্রতিটি শিক্ষার্থী যেন বড় হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারে সেই কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার এ কে এম মোসলেম উদ্দিন।
অত্র এসোসিয়েশনে সভাপতি রুবায়ুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, এসোসিয়েশন সাধারণ সম্পাদক মাজেদুল আলম তালুকদার ও সাংগঠনিক সম্পাদক মোঃ মফিদুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সহ-সভাপতি শফিকুল ইসলাম, আব্দুল জব্বার,
যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান , কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম সহ বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।উল্লেখ্য, ১৯৯৯ সালে ফুলপুর, তারাকান্দা, ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলা নিয়ে এ কিন্ডারগার্টেন এসোসিয়েশন যাত্রা শুরু করে।