গোলাম মোস্তফা ফুলপুর প্রতিনিধি।। ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত ফুলপুর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি)নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়লাভ করে রেকর্ড গড়েছেন বালিয়া ইউপি নির্বাচনে আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ দেলোয়ার মোজাহিদ সরকার।
নৌকা প্রতীকে তিনি ১০ হাজার ৭১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোহেল আকন্দ পেয়েছেন ১ হাজার ৫৩৫ ভোট।
এতে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৯ হাজার ১৭৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তিনি,এটি ফুলপুর উপজেলায় অনুষ্ঠিত ১০টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে সর্বোচ্চ ব্যবধান।
প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই বাজিমাত করেছেন তিনি,সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বইছে তাকে অভিনন্দনের ঝড়।তার বাবা মরহুম মোতালেব সরকার ছিলেন এই ইউনিয়নের সাবেক চার বারের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি।
নিরঙ্কুশ বিজয় লাভ করে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন আলহামদুলিল্লাহ,রাব্বুলামীনের দরবারে অশেষ শুকরিয়া।বালিয়া ইউনিয়নবাসী বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন।এছাড়াও বালিয়াবাসী উপজেলা ও স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।