নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ফুলপুরে ৯৯৯ নাম্বারে কল করলে পুলিশ এসে বন্ধ করেন বাল্যবিবাহ। বাঁচলো ফুলের মত একটি মেয়ের জীবন। ফুলপুর থানার অফিসার ইনচার্জ (মানবিক ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে বলেন, ২ মার্চ রোজ বুধবার দুপুরে উপজেলার পয়ারী ইউনিয়নের কাড়াহা গ্রামের নওয়াব আলীর মেয়ে মোছাঃ হাফছা আকতার নামের ১৫ বছরের এক মেয়ের বিয়ে হচ্ছে বলে ৯৯৯ নাম্বারে একজন কল করেন কন্ট্রোল রুমে। পরে ফুলপুর থানা কে অবগত করলে তাৎক্ষণিক কল পাওযার সাথে সাথেই ডিউটিরত এসআই খাইরুল ইসলাম ও এএসআই রফিকুল ইসলামকে পাঠাই। ঘটনাস্থলে গিয়ে বাল্য বিবাহের বিষয়টির সত্যতা পাওযা যায়। আমাদের অফিসাররা এবং আমি নিজে বাল্যবিবাহের কুফল সম্পর্কে মেয়েটির অভিবাবককে অবগত করলে মেয়েটির অভিবাবক তাদের ভুল বুঝতে পেয়ে তারা প্রতিজ্ঞা করে ১৮ বছর পূর্ণ না হওয়ার আগে মেয়েকে বিবাহ দিবেন না। মেয়েটির পড়ালেখা তারা চালিয়ে যাবে।