ফুলপুর প্রতিনিধি।। ময়মনসিংহের ফুলপুরে চাচাকে হত্যার অভিযোগে পুলিশ মাইন উদ্দিন নামে এক ভাতিজাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন।
জানা যায়, উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের কিসমত বেরুয়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে নূর ইসলাম (৬৮) ও পচন আলীর (৬৫) মাঝে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে শুক্রবার সকালে প্রতিপক্ষের হামলায় নূর ইসলাম ও স্ত্রী হনুফা খাতুন গুরুতর আহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলামের মৃত্যু ঘটে। ঘটনার একদিনের মধ্যেই মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল খালেক আসামি নিহতের ভাতিজা মাইন উদ্দিনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন।