বাহার উদ্দিন, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর প্রেসক্লাবের উদ্যোগে আতিক মটরস্ এর সৌজন্যে মহান স্বাধীনতা দিবসে প্রশংসনীয় মানবিক কাজের ( আজ ২৬শে মার্চ) দুপুর ২টায় উদ্যোগ গ্রহন করেন ফুলপুর প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
ফুলপুর বালিয়া মোর সংলগ্ন প্রতিবন্ধী হযরত আলীর কর্মসংস্থানের একটি চায়ের দোকান রয়েছে। তার বাসস্থান ফুলপুর পৌর শহরে দিউ গ্রামে, কিন্তু দুর্ভাগ্য বশত গত দুই বছর আগে রোড এক্সিডেন্টে তার দুটি ‘পা’বিকলাঙ্গ হয়ে যায়। তার সোনার সংসারে রয়েছে ফুটফুটে দুটি ছেলে সন্তান। তাদের জীবিকা নির্বাহ করতে খুবই কষ্টসাধ্য ছিল। পঙ্গু হযরত আলীর করুন পরিণতির কথা শুনে খোঁজ খবর নিলেন ফুলপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক মানবতার ফেরিওয়ালা মো:আতিকুর রহমান। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার অসহায়, পঙ্গু হযরত আলীর কর্মসংস্থানের জন্য একটি মুদি দোকানের ব্যবস্থা করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা এ.বি.এম.আরিফুল ইসলাম,উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির, সমাজ সেবা অফিসার মো:শিহাব উদ্দিন খান,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা আবুল বাশার রাজন, উপসহকারী কৃষি অফিসার মো: ফারুক আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মাকার । ফুলপুর প্রেসক্লাবের সভাপতি মো:নাজিম উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আতিকুর রহমান এবং সাংবাদিক আজাহারুল ইসলাম, মুখছেদুল হক দুলাল, তফাজ্জ্বল হোসেন,আবু রায়হান, বাহার উদ্দিন, নূর হোসেন খান,মাসুদ রানা, ফুলপুর সোশ্যাল মিডিয়ায় ফেইজবুক পরিবার গ্রুপের স্বেচ্ছাসেবী সংগঠনের এডমিন প্যানেলদের মধ্যে রিয়াজুল,হাফেজ এহতেশাম মুসাদ্দিক ক্বিয়াস, নাসিম অন্তর, জাহিদুল হক জুমন, মিজানুর রহমান রানা প্রমুখ।