সেলিম রানা,বিশেষ প্রতিনিধি।। ময়মনসিংহের ফুলপুরে উপজেলা পরিষদের চত্বরে বৃহস্পতিবার সকাল ১১ টায় স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্বা আব্দুল বাতেম সরকার প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরে কর্মকর্তাসহ সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠান পরিচালানা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ কামরুল হাসান কামু।
এতে উপস্থিত ছিলেন,বিভিন্ন দপ্তরে কর্মকর্তাসহ সাংবাদিক বৃন্দ।