সেলিম রানা,বিশেষ প্রতিনিধি।। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণ সহ ৮ দফা দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
৯ই ফেব্রুয়ারী বুধবার ১১টায় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ফুলপুর উপজেলার ৫৪টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক ও শিক্ষক ঐক্যজোটের উদ্যোগে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বাের্ডের রেজিষ্ট্রেশন প্রাপ্তি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ও ৮ দফা দাবীতে মানববন্ধন এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি হস্তান্তর করা হয়েছে।
সারা দেশে উক্ত মানববন্ধন থেকে একযোগে মাননীয় প্রধান মন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্ররাসা শিক্ষক ঐক্যজোট ফুলপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা ফারুক হুসাইন।
মানববন্ধনে বক্তব্য রাখেন , বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্ররাসা শিক্ষক ঐক্যজোট ফুলপুর উপজেলা শাখার সাধানণ সম্পাদক ফারুক মিয়া,বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্ররাসা শিক্ষক ঐক্যজোট ফুলপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন, মাওলানা ইসমাইল হোসেন উবায়দুল্লা, আঃ মোতালিব, মোঃ শাহাজাহান, মোঃ জিয়াউল হক, মোঃ ইকরামুল, মোঃ উসমান গনি,মোঃ এরশাদ, মোঃ আব্দুল ছাত্তার, মোঃ মাহবুব আলম,মোঃ সাইফুল ইসলাম রিপন, মোঃ আবদুর রাজ্জক, মোঃ আমিনুল ইসলাম, মাওলানা মোফাজ্জল, মোঃ আওলাদ হোসেন, রবিউল হক সরকার প্রমুখ।