ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘আমাদের ফুলপুর আমাদের ঐতিহ্য’ ফেসবুক গ্রুপের এক বছর পূর্ন হওয়ায় সেচ্ছাসেবীদের আজ(৩০ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রভাষক বাহার উদ্দিনের সঞ্চালনায় প্রেসক্লাবের সভাপতি নাজিম উদ্দিনে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলার নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সিমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ফুলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসাস ফারুক। ফুলপুর স্বাস্থ্য বিভাগের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড.মোহাম্মদ হুমায়ুন কবির, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল হাদি। ফুলপুর মহিলা কলেজের প্রভাষক মো:হুমায়ুন কবির, প্রভাষক মো:শফিকুল ইসলাম,নিক্স একাডেমির পরিচালক মো:শাহারুল ইসলাম ও সাংবাদিক মাসুদ রানা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপরোক্ত সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক বিএম ফাহিমুর রহমান,সভাপতি মোনাইম তালুকদার, সহ-সভাপতি রাফিন, সাধারণ সম্পাদক শাকিল খান, যুগ্ম সাধারণ সম্পাদক সূর্য, সাংগঠনিক সম্পাদক জিনিয়া,নারী বিষয়ক সম্পাদক নিরা, সহ-নারী বিষয়ক সম্পাদক রিমা, প্রচার সম্পাদক মুখছেদুল হাসান, সহ-প্রচার সম্পাদক ফয়জুল্লাহ, যোগাযোগ বিষয়ক সম্পাদক বরকতুল্লাহ, তথ্য সম্পাদক শাকিল আহমেদ,সহ-তথ্য সম্পাদক রাকিব খান। ব্লাড বিষয়ক সম্পাদক মাসুদ খাঁন, সবুজায়ন বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ,পরিচ্ছন্নতা বিষয়ক সম্পাদক লিমন,ধর্ম বিষয়ক সম্পাদক হানিফ প্রমুখ।