সেলিম রানা,বিশেষ প্রতিনিধি।। ময়মনসিংহের ফুলপুরে ০২ মার্চ বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মুক্তি যুদ্ধের চেতনা, মুক্তি যুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু অবদান- সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা সহকারী কমিশনার ( ভৃমি) ফারজানা আক্তার ববি, ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আবুল খায়ের মোঃ আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বাতেন সরকার, ফুলপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ শেখ জসীমউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ বাবু, বদিউল জামাল, প্রেসক্লাবের সাংবাদিক বিল্লাল হোসেন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা একাডেমি সুপারভাইজার পরিতোষ চন্দ্র।