স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ফুলপুরে অবস্থিত এভার গ্রীন রেস্টুরেন্টে ১৬ ডিসেম্বর ( বৃহস্পতিবার) বিকাল ৩ টায় সাপ্তাহিক ফুলতারা পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ফুলপুর প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক ফুলতারা পত্রিকার সম্পাদক মোঃ নাজিম উদ্দিন , প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন (B. S.TV),ফুলপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক স্বদেশ পত্রিকার প্রতিনিধি আতিকুর রহমান , ফুলপুর প্রেসকাবের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আজহার হোসেন(ফুলতারা),সাংবাদিক সেলিম রানা( দৈনিক গনমুক্তি) গোলাম মোস্তফা (দৈনিক আজকের সমাচার), প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক মুখসেদুল ইসলাম ( দুলাল) চ্যানেল ২৩, সাংবাদিক এম, এ মোতালেব (দৈনিক আমাদের সময়), প্রেসক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর ফুলপুর উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান আকন্দ ( দৈনিক গণকন্ঠ), প্রেসক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক ও মফস্বল ফোরামের এর সহ সভাপতি নজরুল ইসলাম ফকির (দৈনিক দেশের খবর), মফস্বল সাংবাদিক ফোরাম এর সাধারন সম্পাদক আবু রায়হান (The morning glory),ভ্রমন বিষয়ক সম্পাদক আব্দুর রহমান রনি(ফুলতারা), সাংবাদিক তপু রায়হান রাব্বি (দৈনিক দেশের গর্জন),সাংবাদিক উজ্জ্বল হোসেন (অপরাধ তালাশ),সাংবাদিক মিজান( জব টিভি),বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর ফুলপুর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ও প্রেসক্লাব সদস্য বাহার উদ্দিন ( দৈনিক আলোকিত দেশ) ও শাফায়েত উল্লাহ শান্ত(ফুলতারা).