নিজেস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ফুলপুরে পাঁচ বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামী উজ্জ্বল নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত উজ্জ্বল(৩০) উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের দেওখালী গ্রামের নূর হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে জমি সংক্রান্ত বিরোধে একটি মারামারি মামলার আসামী হন উজ্জ্বল মিয়া । পরে গত ১৬ই নভেম্বর ২০২১ তারিখ ময়মনসিংহের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দঃবিঃ ৩২৩ ধারায় এক বছর এবং দঃবিঃ ৪৪৭ ধারায় দুই মাস সর্বমোট এক বছর, ৩ মাস সাজা প্রদান করেন। তার পর থেকেই সে সাজা গ্রহণ না করে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিলেন। ১২ই মার্চ রোজ শনিবার বেলা ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে ভাইটকান্দি এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদকর্মী তপু রায়হান রাব্বিকে জানান, উজ্জ্বলকে গ্রেফতার করা হয়েছে।১৩ই মার্চ রোজ রবিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।