এ মোতালেব সরকার: চলছে হাড় কাঁপানো শীত। ছিন্ন মূল, গরীব, অসহায় মানুষ যখন শীতে কাঁপছে। ঠিক সেই সময় কম্বল হাতে তাদের পাশে গিয়ে দাঁড়ালেন ময়মনসিংহের ফুলপুর উপজেলা সমাজ সেবা অফিসার শিহাব উদ্দিন খান।
তিনি উপজেলার বিভিন্ন স্থানে ও সড়কে অবস্থানরত শীতার্ত মানুষ এবং মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেন।
কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই সমাজ সেবা নিজে উপস্থিত হয়ে কম্বল বিতরণ করায় অবাক হয়েছেন অনেকে।
উপজেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র শীতার্ত মানুষ মানবিক অফিসারের হাত থেকে কম্বল পেয়ে অসহায় শীতার্ত মানুষ গুলোর মুখে হাসি ফুটে। তারা বলেন, কনকনে তীব্র শীতে রাত যাপন কিভাবে করব ভেবে পাচ্ছিলাম না। ফুলপুর সমাজ সেবা অফিসারের হাত থেকে কম্বল পেয়ে শীতের কষ্ট কিছুটা লাঘব হবে। কনকনে শীতকে উপেক্ষা করে ছুটে এসে কম্বল দেয়ায় অফিসারকে ধন্যবাদ জানান তারা।
উপজেলা সমাজ সেবা অফিসার শিহাব উদ্দিন খান বলেন, গত কয়েক দিন ধরে সারাদেশে বইছে হাড় কাঁপানো ঠান্ডা। এর কারণে বাড়ছে ঠান্ডা জনিত রোগ-ব্যাধি। যাদের শীত তাড়ানোর ব্যবস্থা নেই এমন মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।