নিজেস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ফুলপুরে ইট টানার ট্রলির সাথে পিকআপ ভ্যান এর ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে ।
নিহত যুবক নূরে আলম (২৭) নেত্রকোণা সদর উপজেলার নন্দুয়া গ্রামের আব্দুস সালামের ছেলে বলে জানা যায়।
জানা গেছে , শুক্রবার বিকালে উপজেলার ধলি এলাকায় ইট নিয়ে একটি ট্রলি ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফুলপুরগামী একটি ওষুধের পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে গাড়িতে থাকা ডেলিভারি ম্যান নূরে আলম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ।
১৮ই ডিসেম্বর রোজ শনিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় সড়ক আইনে একটি মামলা হয়েছে ও ট্রলি জব্দ করা হয়েছে। ট্রলিটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।