নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ফুলপুরে ২৪শে মার্চ রবিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক জহিরুল নামের একজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। মোটরসাইকেলে থাকা আরেকজন গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
জানা গেছে, উপজেলার আলোকদী (দাওয়া ইট ভাটার সামনে) নামকস্থান হালুয়াঘাট টু ময়মনসিংহগামী মহাসড়কের উপর শ্যামলী বাংলা যাত্রীবাহী একটি বাস বিপরীত মুখি ফুলপুর হতে ধোবাউড়া গামী মোটরসাইকেলের চালকসহ ১ জন আরোহীকে দুপুর পৌঁনে ১টায় চাপা দেয়। উক্ত সংবাদ পেয়ে থানা এলাকায় কিলো-১০ ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই(নি.) মোফাখখির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন নিহত মোটরসাইকেল চালক জহিরুল ইসলাম (২০), ফুলপুর থানাধীন খড়িয়াপাড়া (মুন্সীপাড়া) গ্রামের জালাল উদ্দিনের ছেলে মাথা আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন এবং মোটর সাইকেল আরোহীকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
ফুলপুর থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন মিয়া ঘটনার সততা নিশ্চিত করে সংবাদকর্মী তপু রায়হান রাব্বিকে জানান, নিহতের লাশ থানায় আছে, পরিবারকে খবর দেওয়া হয়েছে। আহত মোটরসাইকেল আরোহীকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে । চালক পালিয়ে গেলেও ঘাতক বাস আটককরা হয়েছে। বর্তমানে যানচলাচল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।