স্টাফ রিপোর্টার:ময়মনসিংহের ফুলপুরে আজ (১৭জানুয়ারি) এনাম মেডিকেল কলেজ,সাভার,ঢাকা এর সামাজিক কল্যাণমূলক ক্লাব স্পন্দন ক্লাবের পক্ষ থেকে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত ক্লাবটি প্রতিবছরের ন্যায় শীতের মাঝে দেশের বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করে থাকে তারই ধারাবাহিকতায় এবারের স্থান ছিল ফুলপুর উপজেলার অর্জুন খিলা গ্রামের মরহুম নওয়াব আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে , ফুলপুর সরাকারি ডিগ্রী কলেজ সংলগ্ন দিউ গ্রামে এবং শেরপুর রোড তালতলা মোড় ‘ফুলপুর আইডিয়াল কলেজ প্রাঙ্গন – এ তিনট স্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয় ।
ফুলপুর উপজেলা আওয়ামীলীগের অবিসংবাদিত নেতা সাবেক সাধারণ সম্পাদক মরহুম শাহ্ কুতুব চৌধুরী’র সুযোগ্য সন্তান এনাম মেডিকেল কলেজ এর শিক্ষার্থী শাহ ইফতেখার চৌধুরী দীপ্ত’র সার্বিক সহযোগিতায় ফুলপুরে তিনটি স্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে থাকে ।
ইতিমধ্যে উক্ত সময় উপস্থিত ছিলেন ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা জনাব নাহিদ নিগার সুলতানা, উক্ত ক্লাবের উপদেষ্টা ডাঃ সাজ্জাদুর রহমান শামিম, উক্ত ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম এবং উপস্থিত ছিলেন উক্ত ক্লাবের সদস্যবৃন্দ অন্তরা সুরাইয়া, মো: ইমরান হোসেন, মার্জান লিজা, খাদিজা আক্তার বৃষ্টি, সুষ্মিতা আক্তার দোলা, শাহরিয়ার কাব্য,মো: সোহানুর রহমান, তানবিন রহমান, মেজবাহ উদ্দিন, মৃদুল কান্তি ঘোষ, ফেরদৌস কামাল, মোঃ নাদিন, লিসান মাহমুদ প্রমুখ