1. admin@dainikamaderphulpur.com : admin :
  2. chiran777@gmail.com : selim rana : selim rana
  3. info.popularhostbd@gmail.com : phulpur :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের গুরু ঘাসীদাস বিশ্ববিদ্যালয়ে মোটিভেশনাল ক্লাস নিলেন বিশ্বসেরা গবেষক ফুলপুরের ড. সাইদুর রহমান ভারতের গুরু ঘাসীদাস বিশ্ববিদ্যালয়ে মোটিভেশনাল ক্লাস নিলেন বিশ্বসেরা গবেষক ফুলপুরের ড. সাইদুর রহমান  গছানী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-এর ৭ম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত সোহাগ মেম্বারের নেতৃত্বে শতবর্ষী রাস্তা বন্ধ করে ফসলি জমির ওপর দিয়ে নতুন রাস্তা নির্মাণ, হামলা ও বসতঘর ভাঙচুর, আহত সাংবাদিকরাও! ময়মনসিংহে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ কর্তৃক মৃত্যু দাবীর চেক হস্তান্তর ঘোড়াঘাটে প্রকাশ্য দিনের বেলায় ব্যাংক থেকে ৪ লাখ টাকা চুরি ২ চোরকে পুলিশে সোপর্দ ঘোড়াঘাটে ভ্যান চালক মেহেদুল হত্যা দেড় মাস পর গ্রেপ্তার ২ বরিশাল জেলার উজিরপুর উপজেলা শিল্পকলা একাডেমি’র শূভ উদ্বোধন ময়মনসিংহে””দৈনিক আমাদের ফুলপুর” অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক হংকং প্রবাসী সাজেদা সিফাত কে সংবর্ধনা দিনাজপুরগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে প্রসূতি মহিলার একটি ছেলে সন্তান প্রসব

ফুলপুরে শিক্ষিকার হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত

Reporter Name

সেলিম রানা,ফুলপুর, (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে সুতারকান্দি শহীদ স্মৃতি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সরকারী শিক্ষিকার হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিতের অভিযোগ পাওয়া গেছে।১২ মার্চ শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে প্রধান শিক্ষকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এই ঘটনার বিচার চেয়ে তিনি গত রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাছে ২ জনে অভিযোগ পত্র জমা দিয়েছেন। সুতারকান্দি শহীদ স্মৃতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুর্শিদা আক্তার জানান, প্রধান শিক্ষক শত্রুতা পােষণ করছিল। কুপ্রস্তাব দেয়ায় জুতাপেটা করা হয়েছে। এ বিষয়ে সুতারকান্দি শহীদ স্মৃতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান রুবেল জানান,গত ৬/৩/২০২২ ইং তারিখে ম্যানেজিং কমিটি গঠনের মনোনয়ন যাচাই-বাছাইয়ের দিন সহকারী শিক্ষিকা মুর্শিদা আক্তার আমাকে প্রশ্ন করলো তাকে শিক্ষক প্রতিনিধি বানালাম না কেন। আমি জবাবে বলি আপনাকে বারবার বলার পরেও ফোন দিয়ে বললেও মনোনয়ন পত্র গ্রহণ করেন নি যদি আপনি মনোনয়ন পত্র গ্রহণ করে নির্দিষ্ট সময়ে অফিস কক্ষে আমার কাছে জমা দিতেন তাহলে আমি জানতে পারতাম যে শিক্ষক প্রতিনিধি পদের জন্য আপনি একজন আগ্রহী প্রার্থী। প্রার্থী হিসাবে আপনি আমার অফিসে কোন কাগজপত্র দাখিল করেন নাই। তাহলে আমি কি করে আপনাকে শিক্ষক প্রতিনিধি বানাবো। তারপরে সে আমাকে অকথ্য ভাষায় গালাগালী করে এবং আমার নৈতিক চরিত্র নিয়ে বলে এবং বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে অপপ্রচার চালাই। এর পর ৮/৩/২০২২ ও ৯/৩/২০২২ইং তারিখে বিনা অনুমতিতে স্কুলে আসেনি বলে অনুপস্থিত দেই। অদ্য ১২ /৩/২০২২ ইং শনিবার বেলা ১২ টার দিকে স্কুল চলাকালীন সময়ে সে আমার কাছে শিক্ষক হাজিরা খাতা চাই,আমি দুইদিন না না আসার কারণ জিজ্ঞাস করি এবং সকল শিক্ষক শ্রেণীর কক্ষ থেকে অফিস কক্ষে আসুক তারপর স্বাক্ষর করেন বলার পর তার পায়ে থাকা জুতা খুলে আমার গায়ে আঘাত করে। তার পর বিদ্যালয়ের দপ্তরী মোঃ হাবিবুর রহমান মুর্শিদা আক্তারের হাত থেকে জুতা নিলে আমার গায়ে তার হাত দ্বারা আঘাত করে। সুতারকান্দি শহীদ স্মৃতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরী মোঃ হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে, সে বলে আমি পানি আনার জন্য কলে যাই, আসিয়া দেখি দুইজনে তর্কাতর্কি করিতেছে। স্যারের কাছে খাতা চাইছে, স্যার বলেছে সকল শিক্ষক শ্রেণি কক্ষ আসুক মুর্শিদা আক্তার বললেন,না স্যার খাতা এখনই দিতে হবে এ কথা বলে পায়ের জুতা খুলে স্যার কে আঘাত করে। পরে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের নির্দেশে তিন সদস্য কমিটির অদ্য ১৫/৩/২০২২ ইং তারিখ সুতারকান্দি শহীদ স্মৃতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১১ টায় সময় উপস্থিত হয় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে ঘটনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ও তাদের কাছ থেকে লিখিত মতামত নেন। সুতারকান্দি শহীদ স্মৃতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক বৃন্দ শিক্ষকদের কাছ থেকেও আলাদা, আলাদা বক্তব্য নেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY Raytahost