নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের ফুলপুরে সারা দেশের ন্যায় আজ( ১৪ই ডিসেম্বর) শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদে অস্থায়ী স্থাপিত শহীদ বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সকালে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাদি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, পিআইও অফিসার আশীষ কর্মকার, কৃষি অফিসার ফারুক আহমেদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ছাত্র স্বমন্বয়ক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।