ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে,মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯ তম জন্মদিন উপলক্ষে সোমবার (২০ জানুয়ারি) বিকেলে পৌরসভার গো-হাটা প্রাঙ্গণে আলোচনা সভা,দোয়া মাহফিল ও অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।এসময় উপস্থিত ছিলেন,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিদ্দিকুর রহমান ও উত্তর জেলা বিএনপির সদস্য ও ফুলপুর পৌর সভার সাবেক মেয়র আমিনুল ইসলাম,উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক হেলালুর রহমান হেলু,ইউপি চেয়ারম্যান ও বিএনপির নেতা রোকনুজ্জামান রোকন,পৌর সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন,ফুলপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক সুজাউদ্দৌলা সুজা,পৌর ছাত্রদলের আহবায়ক উমর ফারুক সরকার ও উপজেলা বিএনপি,যুবদল,সেচ্ছাসেবক দল,ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।