বাহার উদ্দিন, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে গতকাল ২৬ শে মার্চ শুক্রবার রাত ১০ টায় নির্বাচনী আমেজে উৎসব মুখরিত পরিবেশে গণজোয়ারের মাধ্যমে ৭নং রহিমগঞ্জ ইউনিয়নের বাদে ধন্তা গ্রামের দারগা বাড়িতে উঠান বৈঠক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রফেসর আলমগীর হোসেন লিটনের উদ্যোগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো:আজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে অধ্যাপক হাবিবুর রহমানের পক্ষে শুভেচ্ছা বক্তব্য ও সমর্থন চেয়েছেন প্রফেসর আলমগীর হোসেন লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাবেক চেয়ারম্যান আবু সাইদ সরকার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম আহমেদ শাওন, স্থানীয় মেম্বার আতিকুল ইসলাম, মেম্বার প্রার্থী মনতাজ আলী,বিশিষ্ট ব্যবসায়ী মো:চানু মিয়া, উক্ত নির্বাচনী উঠান বৈঠক সভাকে সাফল্যমন্ডিত করতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।এতে দেখা গেছে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে পেয়ে এলাকার গনমান্য ব্যক্তিবর্গ সহ আনুমানিক পাঁচ শতাধিক ভোটারগনের সমাগম।
আবু মুসার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো:আজাদ হোসেন সমাপনী বক্তব্য প্রদান করে সমাপ্তি ঘোষণা করেন।