রবিউল হক বাবু ফুলপুর প্রতিনিধি।। আইএসপিপি (income support program for the forest) যত্ন প্রকল্পের আওতায় ভাতাভোগীদের মাঝে ভাতা বিতরণ ২০২২ সূত্র বাংলাদেশ ডাক বিভাগ ময়মনসিংহ। বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আইএসপি যত্ন প্রকল্প আওতায় ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার দশটি ইউনিয়নে দ্বিতীয় (২১-২২) অর্থবছরের কোয়াটারে ৯,৪৭০ জন ভাতাভোগীদের মাঝে তিন কোটি বাষট্টি লক্ষ ষোল হাজার তিনশত) টাকা মাত্র সংযুক্ত তালিকা অনুযায়ী বিতারণের কাজ করা চলমান রয়েছে।
কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারি, উল্লেখ্য ভাতা বিতরণ কার্যক্রমে ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট পরিষদ কার্যকরী সদস্যদের সমন্বয়ে সুষ্ঠুভাবে পরিচালনার মধ্যে সার্বিক উপস্থিতি ও সহযোগিতায় নিয়ে যত্ন প্রকল্পের আওতায় ভাতাভোগীদের মাঝে ভাতা বিতরণ ২০২২ কাজ চলমান রয়েছে।
সরেজমিনে প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখা ফুলপুর উপজেলা শাখার বওলা ইউনিয়ন পরিষদ বওলা মাধ্যমিক বিদ্যালয়ের যত্ন প্রকল্পের আওতায় ভাতাভোগীদের মাঝে ভাতা বিতরণে নব নির্বাচিত চেয়ারম্যান মাহবুব আলম ডালিম তালুকদারের নেতৃত্বে ইউনিয়ন পরিষদ ওয়ার্ড ব্লগ নব নির্বাচিত মেম্বার মেম্বারনীদের উপস্থিতি দেখা যায়।
যত্ন প্রকল্পের আওতায় ভাতাভোগী ভাতা নেওয়া নারীদের সঙ্গে কথা বলে জানতে পারি সুস্থ সুন্দরভাবেই তাদের ন্যায্য টাকা উত্তোলন করতে পেরে সকলেই খুশি ফুটে উঠেছে গ্রামের সাধারণ মানুষের।
উল্লেখ্য সকাল ৮ ঘটিকা হইতে দুপুর ২ ঘটিকা পর্যন্ত একটানা ভাতা বিতরণের কাজ চলমান রয়েছে।