রবিউল হক বাবু, ফুলপুর প্রতিনিধি।। দুনিয়ার মজদুর এক হও- বাংলার মেহনতি মানুষ এক হও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, ময়মনসিংহের ফুলপুরে মে দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফুলপুর উপজেলা প্রশাসন, দোকান শ্রমিক ইউনিয়ন, জাতীয় শ্রমিকলীগ কর্তৃপক্ষের নেতৃত্বে উপজেলা শাখার বাসস্ট্যান্ড, ফুলপুর গোলচত্তর হয়ে আজ সোমবার ১ ই মে ২০২২ সকাল ১১ ঘটিকায় মে দিবস, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা প্রশাসন নির্বাহী অফিসার জনাব শীতেষ চন্দ্র সরকার ও থানা কর্মরত তদন্ত কমিটি ইনচার্জ অফিসার আবদুল মোতালেব চৌধুরী উপজেলা আওয়ামীলীগের নেতৃত্ববর্গীগণ, জাতীয় শ্রমিকলীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ সহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক প্রতিনিধি বৃন্দ।