সেলিম রানা,বিশেষ প্রতিনিধি।। ময়মনসিংহের ফুলপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ। শনিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসন,সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে ফুলপুরে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বিভিন্ন স্কুল-কলেজ ও পুলিশ প্রশাসনের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল,ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, তদন্ত অফিসার আব্দুল মোতালেব চৌধুরী, সহকারী কমিশনার( ভৃমি) ফারজানা আক্তার ববি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী ,পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আমজাদ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।