সেলিম রানা,বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী মোঃ আকিকুল ইসলাম আতিকের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪ টায় ইমাদপুর গ্রামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন স্তরের প্রায় তিন শতাধিক ভোটার উপস্থিত ছিলেন।
মোঃ আকিকুল ইসলামকে নিয়ে সাধারণ ভোটারদের মাঝে বইছে আলোচনার ঝড়।
৬নং পয়ারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে প্রচার প্রচারণায় রয়েছে তার বিশেষ অবস্থান। তিনি এলাকার ভোটাদের সমর্থন আদায়ের জন্য বাড়ি বাড়ি যাচ্ছেন উঠান বৈঠক ও পথ সভা করে ৭নং ওয়ার্ডের জনগণের বন্ধু এবং সমাজসেবক হিসেবে হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
ইমাদপুর ৭নং ওয়ার্ডে সার্বিক উন্নয়নসহ পানীয় জলের ব্যবস্থা, ডেনেজ ব্যবস্থা, মাদক মুক্ত সমাজ গঠন, বাল্য বিবাহ মুক্ত আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন গড়তে চান তিনি।
তিনি বলেন, আজকের মতবিনিময় সভায় আপনাদের উপস্থিতিতে জনসভায় রুপ নিয়েছে। আমি আপনাদের অংশগ্রহন দেখে সত্যিই আনন্দিত।
আপনারা আমাকে এতটা ভালবাসেন তা আমার জানা ছিল না। আপনাদের ভালবাসাই আমাকে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে।
আমি আপনাদের ভালবাসার মূল্যায়ন করবো আমার সেবা দিয়ে। আমি মেম্বার নির্বাচিত হলে আপনাদের সাথে নিয়ে ৭নং ওয়ার্ড বাসীর ঘরে ঘরে সেবা পৌছে দিব।
ইমাদপুর গ্রামের মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন,বাংলাদেশ মানবঅধিকার ফুলপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল্লাহ , উপজেলা যুবলীগের নেতা আজিজুল ইসলাম, ইমন, নৃর মোহাম্মদ সহ আরো অনেকে।