সেলিম রানা,বিশেষ প্রতিনিধি ।। ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৩নং ভাইটকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার পদ প্রার্থী আলাউদ্দিন আহমদের এর পক্ষে পথ সভা অনুষ্ঠিত হয়েছে ৷ ২৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪ টায় ভাইটকান্দি বাজার প্রাঙ্গণে আওয়ামী লীগের এর উদ্যোগে পথ সভা অনুষ্ঠিত হয় ৷
৩নং ভাইটকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সভাপতি মোঃ ফজর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান (হাবিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌরসভার মেরয় মিঃ শশধন সেন। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, ৩নং ভাইটকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল করিম, ভাইটকান্দি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিল্লাল হোসেন, ৩নং ভাইটকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্বা আলিফ রব্বানী, ভাইটকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, আবুল বাশার মন্ডল, প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, ৩নং ভাইটকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মজিদ। এছাড়া উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।