নিজেস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সহোদর ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার ১ সাপ্তাহের মধ্যেয় গুরুতর আহত ভাই বউ চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। জানা যায়, উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের কিসমত বেরুয়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে নূর ইসলাম (৬৮) ও পচন আলী ওরফে পঁচা মিয়ার (৬৫) মাঝে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত ৪ই মার্চ রোজ শুক্রবার সকালে প্রতিপক্ষের হামলায় নূর ইসলাম ও স্ত্রী হনুফা খাতুন(৬০) গুরুতর আহত হন। প্রথমে ফুলপুর হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।পরে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই নূর ইসলামের মৃত্যু ঘটে। তার স্ত্রী হনুফা খাতুনের অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। পরে ১০ মার্চ রোজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ-আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদকর্মী তপু রায়হান রাব্বিকে জানান, নুর ইসলাম এর মৃত্যুর ঘটনায় ওই দিন রাতেই তার নাতি (একই উপজেলার বওলাকান্দা গ্রামের নুরুল আমিনের ছেলে) সেলিম মিয়া বাদী হয়ে থানায় মামলা (নং৬) দায়ের করেন। ঘটনার একদিনের মধ্যেই মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল খালেক আসামি নিহতের ভাতিজা মাইন উদ্দিনকে(৩২) গ্রেফতার করে ৬ই মার্চ রোজ রবিবার আদালতে পাঠানো হয়। এখন সে কারাগারে আছে। একই ঘটনায় ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা নিহত নুর ইসলামের স্ত্রী বৃহস্পতিবার দুপুুুুরে মৃত্যু বরণ করেন। তিনি আরও বলেন, এ মৃত্যর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। আসামী গ্রেফতার করার চেস্টা অব্যাহত আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।