সেলিম রানা,বিশেষ প্রতিনিধি।। ময়মনসিংহের ফুলপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার বিকাল ৫টায় উপজলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এই সংবর্ধনা দেওয়া হয়।
উপজলো নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম,পি। এতে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান,ফুলপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, পৌরসসভার মেরয় মিঃ শশধন সেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী,বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার ও বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এটিএম মনিরুল হাসান টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আমজাদ হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন,উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ চন্দ্র।