নিজস্ব সংবাদদাতা।। ফুলপুরের বালিয়া ইউপির পশ্টিম বালিয়া(বড়ইকান্দী) এলাকার চানু মিয়ার মাদ্রাসা পড়ুয়া ছেলে হাফেজ শরীফ মিয়া বিষপানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকালে মৃত্যুবরণ করেছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়,গত সপ্তাহে পারিবারিকভাবে মোবাইল ফোন চালানোতে নিষেধ করায় রাগে সে বিষপান করে।পরে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে তাকে বাড়ীতে নিয়ে আসা হলে তার অবস্থার অবনতি ঘটে।এক পর্য্যায়ে তাকে মুমুর্ষ অবস্থায় পুনরায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে আজ সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে শোকের ছায়া নেমে আসে।মোবাইল নিয়ে টিনেজার কিশোরদের আত্মাহুতির আরেকটি বিরল দৃষ্টান্ত স্থাপনে এলাকার অভিভাবক মহল শঙ্কিত হয়ে পড়েছে।