সেলিম রানা,বিশেষ প্রতিনিধি।। ময়মনসিংহ -ফুলপুর মহাসড়কের হরিরামপুর নামক স্থানে বাসের ধাক্কায় আব্দুস সামাদ ( ৭০) নামে একজন নিহত হয়েছে।
১০ মে মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে শেরপুরগামী একটি বাসের ধাক্কায় এলাকার আঞ্চলিক সড়ক থেকে হাইওয়ে রোডে ওঠার সময় বাসের ধাক্কায় ঘটনা স্থলেই নিহত হয়।
নিহত ব্যক্তির বাড়ী হল, ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের হরিরামপুর গ্রামের মৃত শহর আলীর ছেলে সিংহেশ্বর ইউনিয়নের আওয়ামী লীগের নেতা ও আমুয়াকান্দা বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুস সামাদ।
দুর্ঘটনাস্থলে পরিদর্শন করেন, ফুলপুর থানার এস আই জাহিদ। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।
পরে সিংহেশ্বর ইউনিয়নের হরিরামপুর পূর্বপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী বাস খাদে পড়ে আহত -১০ ও ফুলপুর কাড়াহা পালকি কমিউনিটি সেন্টার সংলগ্ন দুই বাসের সংঘর্ষ কেউ হতাহত হয়নি।