ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি।।ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ফুলপুর আদর্শ মাদরাসা সংলগ্ন আর রাইয়্যান জামে মসজিদের নিচতলায় বসে ছনকান্দা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দীনকে সভাপতি ও আর রাইয়্যান জামে মসজিদের ইমাম মাওলানা নোমান সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ২৫ সদস্য বিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ময়মনসিংহ জেলা কমিটির সহসভাপতি জেলখানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল কাদির, ফুলবাড়িয়া মডেল মসজিদের ইমাম ও ময়মনসিংহ জাতীয় ইমাম সমিতির সহসাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফুল আলম এবং ফুলপুর আদর্শ মাদরাসার মহাপরিচালক মাওলানা আবু রায়হানের উপস্থিতিতে প্রস্তাব সমর্থনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি শেরপুর রোডস্থ বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল মান্নান, সহসভাপতি ফুলপুর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আতাউল্লাহ, সহসাধারণ সম্পাদক মসজিদে জুবাইদার ইমাম হাফেজ ক্বারী সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুলতানের বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা কাউসার আহমাদ, সহসাংগঠনিক সম্পাদক সাহাপুর খান বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিক, অর্থ সম্পাদক ফুলপুর সরকারি কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা শরীফুল ইসলাম, তালীম ও তরবিয়ত বিষয়ক সম্পাদক সেকান্দার হাজী মার্কেট মসজিদের ইমাম মুফতী নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফুলপুর থানা মসজিদের ইমাম মুফতী খালিদ সাইফুল্লাহ, সহ-প্রচার সম্পাদক ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম, শিক্ষা সাহিত্য গবেষণা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গোদারিয়া মোড়লবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুল ইসলাম, সহ-শিক্ষা সাহিত্য গবেষণা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফায়ার সার্ভিস সংলগ্ন জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বড় কুড়েরপাড় জামে মসজিদের ইমাম মাওলানা মোস্তফা আল আদনান, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পয়ারী বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সাত্তার, সমাজকল্যাণ সম্পাদক সাহেববাড়ি বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম, সহসমাজ কল্যাণ সম্পাদক নগুয়া খালপাড় জামে মসজিদের ইমাম মাওলানা গিয়াস উদ্দিন, পরিবেশ উন্নয়ন বিষয়ক সম্পাদক হাটপাগলা বায়তুল জান্নাত জামে মসজিদের ইমাম হাফেজ আসাদুর রহমান, ফুরকানিয়া মক্তব প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বালিয়া পুরাতন ঈদগাহ জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজুল ইসলাম, মসজিদ পাঠাগার সম্পাদক গোদারিয়া মাদরাসা জামে মসজিদের ইমাম মাওলানা আবুল মানসুর, আইসিটি বিষয়ক সম্পাদক ধনারভিটা তালুকদানা জামে মসজিদের ইমাম মাওলানা উবাইদুল্লাহ, দপ্তর সম্পাদক উত্তর মারাদেওরা জামে মসজিদের ইমাম মাওলানা শহীদুল ইসলাম, সহদপ্তর সম্পাদক খরিয়াপাড়া বায়তুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা জসিমুদ্দীন, সম্মানিত সদস্য সুতিয়াপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও সম্মানিত সদস্য বড়ইকান্দি দোয়েলপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আসাদুজ্জামান জলিল।
এর আগে ‘ফুলপুর ইমাম পরিষদ’ নামে ইমামদের যে কমিটি ছিল উহা বিলুপ্ত ঘোষণা করা হয়। এছাড়া বালিয়া মাদরাসা জামে মসজিদের ইমাম, বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও আমুয়াকান্দা বাজার জামে মসজিদের ইমামসহ সিনিয়র আয়েম্মায়ে কেরামকে নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।