রবিউল হক বাবু,ফুলপুর প্রতিনিধিঃ।। ময়মনসিংহ ফুলপুর নানা আয়োজনে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ইং পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে এই জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। প্রথমে সকাল ৯টায় উপজেলা পরিষদের চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব শীতেষ চন্দ্র সরকার ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সহ উপজেলা এর পক্ষে উপজেলা চেয়ারম্যান জনাব আতাউল করিম রাসেল এবং আওয়ামীলীগের নেতৃবর্গীদের অন্যতম নেতা সাবেক ভাইস চেয়ারম্যান জনাব ডঃ অধ্যাপক হাবিবুর রহমান হাবিব সিনিয়র যুগ্ম আহবায়ক ফুলপুর ময়মনসিংহ।
এরপর পর্যায়ক্রমে উপজেলা থানা প্রশাসন ইনচার্জ জনাব আব্দুল্লাহ আল মামুন , থানা পুলিশ প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলপুর প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার্স ক্লাব, আওয়ামী যুবলীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সরকারি কলেজ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সকাল সাড়ে ৯টায় শত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এতে অংশ নেয় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মী। সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শিশুকিশোর সমাবেশ ও কেক কাটা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর এবং জাতীয় শিশু দিবস ২০২২ইং উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী ও উপজেলা শাখার ভাইস চেয়ারম্যান জনাব আনিসুর রহমান আনিস, এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।