রবিউল হক বাবু,ফুলপুর প্রতিনিধি।। ময়মনসিংহ জেলাধীন ফুলপুর উপজেলার ১০ নং বওলা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে আজ ২০-০৩-২০২২ রোজ রবিবার দুপুর ২ ঘটিকায় বওলা ইউপি সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি নিয়ে দ্বি- মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব কমিটির সভাপতি জনাব মোঃ মাহবুব আলম ডালিম তালুকদার নবনির্বাচিত চেয়ারম্যান ১০ নং বওলা ইউনিয়ন পরিষদ।
উক্ত সভায় সভাপতিত্ব কমিটির সভাপতি উপস্হিত ছিলেন জনাব মোঃ মাহবুব আলম ডালিম তালুকদার নবনির্বাচিত চেয়ারম্যান ১০ নং বওলা ইউনিয়ন পরিষদ। আরও উপস্থিত ছিলেন চেয়াম্যান মহোদয়ের সহোদর ভাই নাজমুল আলম সাকিব সহ ইউনিয়ন পরিষদ নব নির্বাচিত মেম্বার ৪ ওয়ার্ড ব্লগ জনাব দেলোয়ার হোসেন খান, ৫ নং ওয়ার্ড ব্লগ আজিজুল হক মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার ৪,৫,৬ ওয়ার্ড ব্লগ জনাব শাহনাজ পারভীন, বওলা ইউনিয়ন বওলা (বি এস এফ) সংগঠনের সভাপতি রবিউল হক বাবু সরকার। উপস্থিত সকল সদস্যদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মোঃ মতিউর রহমান এফ.পি আই, পরিবার পরিকল্পনা পরিদর্শক, জিন্নাত হাসিনা A.H.I,সহকারী স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিকল্পনা বওলা ইউনিয়ন, মা – মনি কোর্ডিনেটর জাহিদ আনোয়ার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ময়মনসিংহ,উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জনাব ডাঃ- এ.বি.এম রুহুল আমীন, মা-মনির যোন অফিসার জনাব মোহাম্মদ আলী ময়মনসিংহ যোন।
এবং উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রীত্ববর্গীয় সাধারণ জনগণ। আলোচ্য বিষয় ছিলো কমিটির পূর্ণ গঠন, ২৪/৭ ডেলিভারী সেবা, ফ্যান সংক্রান্ত, আয়া সংক্রান্ত, প্রচার, চেয়ার, বিবিধ।